টেকনাফে ১লাখ ইয়াবাসহ জেলে গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি।
কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে এক লক্ষ ইয়াবাসহ একজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫। ধৃত মো. শফিক উল্লাহ (৩০) উপজেলার শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকার হাবিব উল্লাহর ছেলে।
শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার বিকালে তাকে মাদক সহ আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান।
তিনি বলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম মাঝির ঘাটে ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মাদক কারবারীরা অবস্থান করছে এমন এক গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ১টি তেলের গ্যালন ফেলে পালানোর সময় মো. শফিক উল্লাহকে আটক করা হয়। এসময় আরো ৪ জন কারবারী পালিয়ে যায়। পরে তেলের গ্যালনের ভিতর থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
আইনীপ্রক্রিয়া শেষে ধৃত ব্যক্তিকে জব্দকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাবের এই কর্মকর্তা।

Social Plugin