টেকনাফে শিক্ষক সমিতির সভাপতি মঞ্জুর, সম্পাদক ইসমাঈল নির্বাচিত
আব্দুল ওয়াজেদ, টেকনাফ কক্সবাজার।
বাংলাদেশ শিক্ষক সমিতি টেকনাফ উপজেলা কমিটির নির্বাচনে এম. এ মঞ্জুরকে সভাপতি এবং মোহাম্মদ ইসমাঈল সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি টেকনাফ উপজেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন ৩১ শে ডিসেম্বর /২৪ বেলা ১২ ঘঠিকার সময় স্থানীয় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি কক্সবাজার জেলা কমিটির সভাপতি- আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।
সম্মেলনের উদ্বোধনী পর্বে শামলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংগঠনের সভাপতি এম.এ মঞ্জুর এর সভাপতিত্বে
আলহাজ্ব আল আছিয়া উচ্চ বিদ্যালয়ের সিঃ শিক্ষক আমিরুল ইসলাম এর সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম শিক্ষক সমিতি ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি এম.এ ছফা চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্যে কক্সবাজার জেলা শিক্ষক সমিতির কার্যনিবার্হী সভাপতি হুসাইনুল ইসলাম মাতবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার চক্রবর্তী, উখিয়া উপজেলা কমিটির সভাপতি আলমগীর চৌধুরী,
টেকনাফ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাষ্টার মুফিজুদ্দৌলা
সমাপনী বক্তব্যে শামীম আরা বেগম পারভিন বলেন
যাদের দ্বারা এই সংগঠন আগামীতে এগিয়ে যাবে বা এগিয়ে নিয়ে যেথে পারবে, শিক্ষকদের যথাযথ সম্মান, মুল্যায়ন করবে তাদেরকে আগামীতে দ্বায়িত্ব দেওয়ার জন্য কাউন্সিল'রদের প্রতি অনুরোধ জানান।
সভায় বক্তারা সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণ, শতভাগ উৎসবভাতা চালু ও শিক্ষকদের নানাবিধ সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। সাম্প্রতিক সময়ে বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিগ্রহ ও লাঞ্চনা ও হত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং দোষীদের শাস্তি দাবি করেন।
দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল'রদের ভোটে ৩য় বার সভাপতি নির্বাচিত হন টেকনাফ উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ শামলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক- মাষ্টার এম.এ মঞ্জুর, লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাঈল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
নবনির্বাচিত সভাপতি এম.এ মঞ্জুর বলেন খুব শিগগিরই সকলের পরামর্শে যার যেখানে থাকার যোগ্য তাকে সেখানে মুল্যায়ন করে পুর্নাঙ্গ কমিটি কক্সবাজার জেলা বরাবর পাঠানো হবে বলে জানান।


Social Plugin