Ticker

6/recent/ticker-posts

গড়েছে পারিবারিক সিন্ডিকেট ;চলছে মা*দ*ক ব্যবসা জমজমাট!

 গড়েছে পারিবারিক সিন্ডিকেট ;চলছে মা*দ*ক ব্যবসা জমজমাট! 




বিশেষ প্রতিনিধি :

টেকনাফের নাম শুনলেই অনেকেই আতকে ওঠে। শুরু হয়ে যায় আলোচনা।

ভিন্ন এলাকায় মানুষের চোখেই টেকনাফ জেন মাদকের স্বর্গরাজ্য। প্রকৃতপক্ষে কিছু মাদক কারবারিদের কারণেই আজ টেকনাফের সুনাম বিলুপ্তি হচ্ছে এই মাদকক কারবারি কলেজ পড়ুয়া সাইফুল এর কারণে সরকার এখন চট্টগ্রামে কক্সবাজার মাদক প্রকাশ এলাকা ঘুষনা করতে হবে ওই এলাকাটা হচ্ছে টেকনাফ নাজির পাড়া মাদক কারবারি গুপনে নই তারা ভাই বোন আন্তীয়সজন পরিবারের সকলে সিন্ডিকেট করে চালিয়ে যাচ্ছে। পিতা পুত্র, চান, ভাতিজা, তারা স্বজনেরা চালিয়ে যাচ্ছে মাদক ব‍্যাবসা কলেজ পড়োয়া ছাত্র সাইফুল লাম্বা জাফর খুরশেদ, সৈয়দ আলম।