Ticker

6/recent/ticker-posts

মানবিক কাজের উদ্দেশ্যে হাকিম আলী ফাউন্ডেশন

মানবিক কাজের উদ্দেশ্যে হাকিম আলী ফাউন্ডেশন





নিজস্ব প্রতিবেদক

 

মোঃ জাহেদ আলম (সাগর)। পড়াশোনা করছেন টেকনাফ সরকারি ডিগ্রি কলেজ । ২০২৩ সালে পালংখালী গড়ে তুললেন হাকিম আলী ফাউন্ডেশন নামের একটি সংগঠন। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, রক্তদানের মতো মানবিক কাজ নিয়ে ফাউন্ডেশনটি ২ থেকে ৩ বছরের বেশি কাচাকাচি ধরে কাজ করে যাচ্ছে। সৃজনশীল চিন্তাভাবনা ও পরিশ্রমের মাধ্যমে জনকল্যাণমুখী কাজ করছেন তারও আগে থেকে।

 সাধারণ মানুষের বিপদে রাতের আঁধারে ত্রাণ নিয়ে ছুটছেন। সহযোগিতা করছেন অনেকটাই নীরবে। অনেকটা ঝুঁকি নিয়েই ছুটেছেন থেকে গ্রামে। তিনি নিয়মিত খাদ্যসামগ্রী মানুষের বাড়ি পৌঁছে দিতেন।

 সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, শিশুদের বিনোদনমূলক কার্যক্রমসহ উন্নত ও টেকসই পরিবার, উন্নত সমাজ ও দেশ গড়ে তুলতে অবিরাম কাজ করে যাচ্ছে হাকিম আলী ফাউন্ডেশনটি। 

ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা মোঃ জাহেদ আলম (সাগর) বলেন, ‘মানুষের জন্য কিছু করতে পারার মাঝে আনন্দ খুঁজে পাই। যখন কোনো অসহায়-দুস্থ মানুষকে সাহায্যের মাধ্যমে তাঁর মুখে হাসি ফোটাতে পারি, তখন হৃদয়ে প্রশান্তি খেলা করে।