Ticker

6/recent/ticker-posts

প্রধান উপদেষ্টার ড. ইউনুস এর নিকট জেলা বিএনপির কোষাধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ আকুল আবেদন জানিয়ে লিখেছেন...

 প্রধান উপদেষ্টার ড. ইউনুস এর নিকট জেলা বিএনপির কোষাধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ আকুল আবেদন জানিয়ে লিখেছেন...




মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়। 

আসসালামুআলাইকুম।

 মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক VWB প্রকল্পের আওতায় রোহিঙ্গার কারণে ক্ষতিগ্রস্ত হোস্ট কমিউনিটি হিসেবে বিশেষ বরাদ্দ হিসেবে উখিয়া-টেকনাফের ৪০ হাজার দুস্থ মহিলাকে অনুদান দেওয়া হয়। 


হোস্ট কমিউনিটির নানারকম বন্ঞ্চনার বিরুদ্ধে যখন আমরা আওয়াজ তুলছি তখন এই বিশেষ বরাদ্দ বাতিল করে অন্যত্র সরানোর জন্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন করেছে। 

রোহিঙ্গা আগমনের কারণে আমাদের নাফ নদীতে মাছ ধরা বন্ধ, একমাত্র গরুর করিডোর বন্ধ বন্দরের ব্যবসা কার্যক্রম স্থবির প্রায় বৈধ ব্যবসা বাণিজ্য বৈধ কর্মসংস্থানের ধার বন্ধ স্থানীয়দের শ্রম বাজার রোহিঙ্গাদের দখলে, বনভূমির জায়গা রোহিঙ্গা ক্যাম্প স্থাপনের কারণে ৩২০০ হেক্টর জমিতে যেখানে পূ্র্বে স্থানীয়রা সামাজিক বনায়ন, পানের বরজ, চাষাবাদ, ক্ষেত খামার করত তা থেকেও বন্ঞ্চিত হচ্ছে। স্থানীয়ভাবে রোহিঙ্গা আগমনের কারণে প্রায় ১ লক্ষেরও বেশি মানুষ বেকার অবস্থায় আছে। ক্ষতিপূরণ হিসেবে যে ২৫% দেওয়ার কথা তার সিংহভাগ চলে যায় জেলার অন্যান্য উপজেলায়। 


এমতাবস্থায় স্বল্প আকারে দুই উপজেলায় যে ৪০ হাজার দুঃস্থ মহিলাদের সহযোগিতা প্রদান করা হয়ত অপ্রতুল। কিন্তু এটিও যদি সরিয়ে অন্য উপজেলায় নিয়ে যাওয়া হয় তবে ক্ষতিগ্রস্ত হোস্ট কমিউনিটি মারাত্মক ভাবে বৈষম্যের শিকার হবে।  

সম্প্রতি ঘোষিত রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এই জনপদে স্থিতিশীল পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। কিন্তু ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীকে এই সময়ে এসে ক্ষতিপূরণ হিসেবে স্বল্প মাত্রায় যে অনুদান দেওয়া হয় তা বন্ধ করে দিলে স্থানীয়রা ব্যাপক বিক্ষুব্ধ হতে পারে যা এই অন্ঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে যা আমাদের কারোরই কাম্য নয়। 


অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, ভিডাব্লিউ প্রকল্পের আওতায় রোহিঙ্গা আগমনের কারণে ক্ষতিগ্রস্ত হোস্ট কমিউনিটির উখিয়া টেকনাফের ৪০ হাজার দুঃস্থ মহিলাদের অনুদান অন্য জেলায় স্থানান্তর করার সিদ্ধান্ত থেকে সরে এসে এবং হোস্ট কমিউনিটির ২৫% বরাদ্দ ক্ষতিগ্রস্ত জনপদ উখিয়া টেকনাফে সীমাবদ্ধ রেখে আমাদের কৃতজ্ঞ করিবেন।


নিবেদক,

আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ

অর্থ সম্পাদক 

কক্সবাজার জেলা বিএনপি।