Ticker

6/recent/ticker-posts

টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়ায় অপহরণ ও মানব প্রচারে শীর্ষ যারা।

 টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়ায় অপহরণ ও মানব প্রচারে শীর্ষ যারা। 



সম্প্রতি বাহারছড়ার কচ্ছপিয়ায় যেসব অপরাধ ঘটেছে সকল ঘটনার সাথে নিম্নোক্ত ব্যাক্তিরা জড়িত বলে স্থানীয়রা জানান। 

তাদের পরিচয়:যথাক্রমে ১ রফিক(৩৪) পিতা ইলিয়াস। ২ রুবেল(৩০) পিতা ইলিয়াস 

৩ নুরুল ইসলাম (৪০)পিতা মৃত ছৈয়দ আলম

৪ আব্দুর রহিম(৩০) পিতা শমসু ৫ আবদুল্লাহ(২০)

৬ জসিম(২০) পিতা শমসু। 


নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যাক্তি জানান ইলিয়াস পরিবারের ছেলেদের নিয়ন্ত্রণে চলে প্রতিদিন মানব পাচার এবং অপহরণ।


জানা যায় গত ১৬ই মার্চ রোহিঙ্গা এক লোককে অপহরণ করে পাহাড়ে নিয়ে নির্যাতন করে ইলিয়াসের বড় ছেলে রফিক উল্লাহ এবং ৩য় ছেলে জুবায়ের এবং নুরুন্নবীর ছেলে শহিদ উল্লাহ পরে ৫হাজার টাকা মুক্তিপন দিয়ে ভিক্টিম উদ্ধার হয়ে আসে। 


এলাকার সচেতন মহলের দাবি কচ্ছপিয়ায় যৌথবাহিনীর অভিযান প্রয়োজন এবং এসব অপরাধীদের যেন দ্রুত গ্রেফতার করা হয়।