বিশেষ সুত্রে জানা যায়, সীমান্ত য়হর টেকনাফ থেকে ঢাকাগামী বাসে করে বিভিন্ন সময় কুমিল্লার নেকব আলী ড্রাইভিংয়ের আড়ালে পাচার করছে মাদক দ্রব্য ই*য়া*বা।
সচেতন মহল টেকনাফ / কক্সবাজার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলাচলকারী মটর ডাইভার, সুপারভাইজার, হেলপারদের অবগত করে বলেন, এই নেকব আলী হচ্ছে একটা মটর জগতের কুলাঙ্গার। সে গাড়ির ডাইভারের নাম করে সীমান্ত শহর থেকে ই*য়া*বা বহন করে কক্সবাজার থেকে ঢাকা নিয়ে যায়। সে নিজেকে ড্রাইভার হিসেবে মানুষের কাছে পরিচয় দেয়।তবে সে ডাইভার নয় কক্সবাজার হতে ঢাকা,সায়দাবাদ, যাত্রাবাড়ী,শনিআখরা, চিটাগাং রোড, আব্দুল্লাহপুর, গাজীপুর,ফরিদপুর, মোহাম্মদপুর, গাজীপুর, হেমায়েতপুর, গাবতলী, শ্যামলী এসব জায়গাতে ই*য়া*বা পাচার করে। পৌছানোর পর সে নিজের হাতের এই মাদক পৌঁছে দেয়।কক্সবাজার থেকে নিয়ে আসা মা*দ*ক ঢাকা তারপরে সিন্ডিকেট হিসেবে সে কাজকর্ম করে ডাইভারের নাম ভাঙ্গিয়ে ইয়াবা নিয়ে যায় ঢাকায়।তারপর বিভিন্ন জায়গায় সাপ্লাই করে এই মাদক।
মটর শ্রমিকরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,এই নেকব আলীর পেছনে গোয়েন্দা তৎপরতা বাড়ালে সব অপকর্ম বের হয়ে আসবে এবং যারা ভদ্র ও ভাল ড্রাইভার আছে তাদের বদনাম ছড়াবে না। এদের মত কুলাঙ্গার দের জন্য মটর জগতে বদনাম হয়ে যাচ্ছে।

Social Plugin