Ticker

6/recent/ticker-posts

হ্নীলায় জলাশয়ে মাছ ধরতে গিয়েই হাইস্কুল ছাত্রের মৃত্য ; রাত ৯টায় মজিদিয়া মাদ্রাসা মাঠে জানাজা।

হ্নীলায় জলাশয়ে মাছ ধরতে গিয়েই হাইস্কুল ছাত্রের মৃত্য ; রাত ৯টায় মজিদিয়া মাদ্রাসা মাঠে জানাজা।

২০জানুয়ারী বিকাল ৩টারদিকে টেকনাফের হ্নীলা পূর্ব সিকদার পাড়ার হোছাইন আহমদের ২য়পুত্র এবং হ্নীলা হাইস্কুলের ১০ম শ্রেণীর ছাত্র তৌহিদুল ইসলাম আরিফ (১৭) বাড়ির পাশের জলাশয়ে মোটর দিয়ে পানি সেচের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার হ্নীলা হেলথ কেয়ার এন্ড ডায়াগন্টিক সেন্টার হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল৷ সোয়া ৪টারদিকে সে মৃত্যুবরণ করে (ইন্নালিল্লাহি--রাজিউন)। এই ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পারিবারিকভাবে কোন অভিযোগ না থাকায় সংশ্লিষ্ট দপ্তরে দাফনের আবেদন করা হয়েছে। এদিকে রাত ৯টায় হ্নীলা শাহ মজিদিয়া আলিম মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে জবলে মসজিদ কবর স্থানে দাফনের প্রস্তুতি চলছে বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেছেন। হঠাৎ এই স্কুল ছাত্রের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় পরিবার, শিক্ষক, সহপাঠি ও সাধারন ছাত্র-ছাত্রীসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ###