টেকনাফ অলিয়াবাদের আরিফ ৪৮বোতল ফেন্সিডিলসহ বিজিবি চেকপোস্টে গ্রেফতার।
১। ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ০৭৫০ ঘটিকায় দমদমিয়া চেকপোস্টের একটি টহলদল হ্নীলা হতে টেকনাফগামী একটি সিএনজি চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে উক্ত সিএনজিটি তল্লাশীকালীন সিএনজির পিছনে বসা একজন যাত্রীর আচরন সন্দেহজন হওয়ায় চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা তাকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী এবং জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশীর একপর্যায়ে উক্ত যাত্রীর হাতে থাকা একটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল এর সিজার মূল্য-১৯,২০০/- (ঊনিশ হাজার দুইশত) টাকা। *ধৃত আসামীর নাম ও ঠিকানা নিম্নরুপঃ*
(১) মোঃ আরিফ (৩৫), পিতা-মৃত মোহাম্মদ আলী, গ্রাম-ওলিয়াবাদ, পোস্ট-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
২। আটককৃত আসামীকে জব্দকৃত ফেন্সিডিলসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।


Social Plugin