টেকনাফে নারী, পুরুষ ও হিজড়া জনগোষ্ঠীর প্রজনন স্বাস্থ্য বিষয়ক ষান্মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক:
বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ইউএনএইচসিআর-এর সহযোগিতায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মোচনী সার্ভিস সেন্টারে “নারী, পুরুষ ও হিজড়া জনগোষ্ঠীর প্রজনন স্বাস্থ্য” বিষয়ক প্রজেক্ট ফ্যাসিলিটেশন টিম (PFT) সদস্যদের সাথে এক ষান্মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজের পিছিয়ে পড়া নারী, পুরুষ ও হিজড়া জনগোষ্ঠীর প্রজনন স্বাস্থ্যসেবা এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ছিল সভার মূল লক্ষ্য।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মোঃ নাজমুল হক, স্পেশালিষ্ট – প্রোগ্রাম ও ট্রেনিং, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।
প্রকল্পের ২০২৫ সালের কার্যক্রম এবং অগ্রগতি সম্পর্কে তথ্য উপস্থাপন করেন যথাক্রমে মোস্তফা কামাল ও আব্দুল্লাহ আল আবির, সার্ভিস সেন্টার ম্যানেজার, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইট। প্রকল্পের কার্যক্রম কিভাবে কমিউনিটির সদস্যদের উপর আরও বেশি প্রভাব ফেলে এবং উপকৃত হয় – পিএফটি সদস্যরা সেই সম্পর্কে মূল্যবান বক্তব্য প্রদান করেন। তারা প্রকল্পের কার্যক্রম আরও ভালোভাবে বাস্তবায়ন করার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী। তিনি বলেন, “বন্ধু স্যোশাল ওয়েলফেয়ার সোসাইটির প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক কার্যকম স্থানীয় কমিউনিটির উপর ইতিবাচক প্রভাব বিস্তার করছে। এইচআইভি সংক্রমনের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রোহিঙ্গা ক্যাম্প সংশ্লিষ্ট এলাকা হিসেবে উখিয়া এবং টেকনাফের জনগন এইচআইভি সংক্রমনের ঝুঁকিতে রয়েছে। এইচআইভি প্রতিরোধে মেডিকেল টেস্ট এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। জনপ্রতিনিধি হিসেবে আমি আপনাদেরকে সর্বাত্বক সহযোগিতা করবো”।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের সদস্য এবং জন প্রতিনিধি জনাব মর্জিনা আক্তার ছিদ্দিকী। তিনি বলেন, আমাদের বসতির পাশে রোহিঙ্গা জনগোষ্ঠী বসবাস করে। আমরা অল্প জায়গায় সংখ্যায় অধিক জনগোষ্ঠী বসবাস করি। তাই আমাদের এলাকায় সমস্যা থাকবে। এইচআইভি সংক্রমন প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি লিফলেট বিতরন করলে কমিউনিটির পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেশি উপকৃত হবে। হিজড়া জনগোষ্ঠী আমাদের সমাজের অংশ তাই তাদেরকে পিছিয়ে রাখা ঠিক নয়।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন এসআই আতাউর রহমান, এসআই, এবিপিএন, নয়াপাড়া; মো জামাল উদ্দীন, প্রধান শিক্ষক, লেদা উচ্চ বিদ্যালয়; নজীর আহম্মদ, সহকারী শিক্ষক, লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়; নোমান হাসেমি ও হোসেন আহম্মদ, সাংবাদিক। এছাড়া আরও উপস্থিত ছিলেন, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধি এবং বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির রাজু আহমেদ - অফিসার (আইএমএস) সহ অন্যান্য কর্মী বৃন্দ।


Social Plugin