Ticker

6/recent/ticker-posts

ঈদগাঁও'তে পারিবারিক কলহের জেরে প্রবাসীর বিষপান

 ঈদগাঁও'তে পারিবারিক কলহের জেরে প্রবাসীর বিষপান

ছৈয়দ করিম রনি-
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পারিবারিক কলহের জেরে এক প্রবাসী যুবক বিষপান করেছেন। 

রবিবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষপানকারী যুবকের নাম ইসহাক (৩২)। 
তিনি কয়েক মাস আগে প্রবাস থেকে দেশে ফিরেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দেশে ফেরার পর থেকেই স্ত্রী’র সঙ্গে পারিবারিক কলহে জড়িয়ে পড়েন ইসহাক। 
পারিবারিক অশান্তি চরমে পৌঁছালে রবিবার বিকেলে তিনি বাজার থেকে বিষ কিনে আনেন এবং ঘরে প্রবেশ করে স্ত্রীর সামনেই পান করেন।

উল্লেখ্য , ঘটনার মাত্র এক ঘণ্টা আগে এলাকার বিভিন্ন ভোগান্তি নিয়ে স্থানীয় একটি গণমাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন ইসহাক। 

বিষপানের পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত তার  অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ইসহাক শান্ত-স্বভাবের মানুষ হলেও পারিবারিক অশান্তি ও মানসিক চাপের কারণে এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে হাসপাতাল সূত্র জানিয়েছে, চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।