Ticker

6/recent/ticker-posts

কক্সবাজার -৪ আসনে বিএনপির মনোনয়ন আলোচনায় তরুণ প্রার্থী আব্দুল্লাহ্।

 "কক্সবাজার -৪ আসনে বিএনপির মনোনয়ন আলোচনায় তরুণ প্রার্থী আব্দুল্লাহ্।

নোমান হাশেমী-টেকনাফ


আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে- এমনটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি। ইতোমধ্যে প্রার্থী বাছাইয়ে জনমত জরিপের কাজও শুরু করেছে দলটি। এসব জরিপে ২০০১, ২০০৮ ও ২০১৮ সালের মনোনয়ন পাওয়া অধিকাংশ প্রার্থীর জনপ্রিয়তা ধরে রাখার চিত্র উঠে এসেছে। তবে এ সত্ত্বেও অন্তত শতাধিক আসনে অপেক্ষাকৃত তরুণ ও নতুন নেতাদের মনোনয়ন নিয়ে বিএনপির ভেতরে-বাইরে আলোচনা উঠেছে। সম্ভাব্য এসব তরুণ প্রার্থীর অনেকে এলাকায় মানুষের নজর কেড়েছেন জানা গেছে। কেন্দ্র সিদ্ধান্ত দিলে নতুন মুখ হিসেবে এই তরুণদের অনেকেই আগামী নির্বাচনে জায়গা করে নিতে পারেন।


তবে এসব তরুণ বা নতুন মুখ যেসব আসনে প্রার্থী হবেন সেসব আসনে অস্বস্তি তৈরি হতে পারে দলটির সাবেক এমপিদের মধ্যে। ইতোমধ্যে সারা দেশের নির্বাচনি এলাকায় তরুণদের অনেকে সক্রিয় হয়ে উঠেছেন বলে জানা গেছে তার মধ্যে কক্সবাজার -৪ আসন (উখিয়া -টেকনাফে) সব চেয়ে বেশি আলোচনায় দীর্ঘ ১৭ বছরের অধিক সময়ে অবৈধ আওয়ামী স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম সফল করতে গিয়ে প্রায় অর্ধশতাধিক মিথ্যা মামলা হামলা জেল জুলুমের শিকার জেলা বিএনপির অর্থ সম্পাদক সীমান্ত জনপদের মজলুম জননেতা আলহাজ্ব মোহাম্মদ আব্দুল্লাহ্ ।


বিভিন্ন নির্বাচনি এলাকা ও বিএনপির কেন্দ্রীয় সূত্রগুলো থেকে জানা গেছে, প্রার্থী বাছাই, নির্বাচনি ইশতেহার ও নির্বাচনি জোট- এই বিষয়গুলো বিবেচনায় রেখেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। প্রার্থী মনোনয়নে প্রাধান্য পাবে ত্যাগী, সৎ ও জনগণের কাছে গ্রহণযোগ্য নেতারা। প্রার্থী বাছাইয়ে এলাকায় জনপ্রিয়তা ও জনমত জরিপের ফলাফলকে এবার গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া থাকবে নবীন-প্রবীণের সমন্বয়। কেন্দ্রীয় প্রভাবশালী নেতা হলেও নির্বাচনি এলাকায় জনপ্রিয়তা না থাকলে তাকে মনোনয়ন দেবে না বিএনপি। 


দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় খবরের কাগজকে বলেন, ‘বিএনপিতে অতীতে অনেক নতুন নতুন প্রার্থী এসেছেন; যারা এমপি ও মন্ত্রী হয়েছেন। যাকে মনোনয়ন দিলে জয়ের ব্যাপারে দল নিশ্চিত হতে পারবে তাকেই মনোনয়ন দেওয়া হবে।’ তিনি বলেন, ‘অনেকের ত্যাগ-তিতিক্ষা বেশি হলেও যোগ্য না-ও হতে পারেন। এমন প্রার্থীর ক্ষেত্রে ভবিষ্যতে দল তাকে অন্যভাবে মূল্যায়ন করবে। তবে নির্বাচনি আসনে কে বেশি জনপ্রিয়, সেটাই দেখা হবে। যাকে দিলে আসন নিরাপদ হবে, তাকেই মনোনয়ন দেওয়া হবে।’


‘রাজনীতিতে সেই ব্যক্তি তরুণ যতক্ষণ তার কর্মক্ষমতা রয়েছে। বয়স কোনো বিষয় নয়। কর্মক্ষম না হলে সেই তরুণের রাজনীতিতে অবদান রাখা কঠিন। পাশাপাশি ত্যাগ স্বীকার করা নেতা তরুণ হলেও তাকে বিজয়ী করে আনতে পারব কি না সেটিও বিবেচনায় নিতে হবে। এ জন্য তাকে পরবর্তী পর্যায়ের জন্য তৈরি করা হবে, প্রস্তুতি নিতে হবে। কারণ কোনো আসন কারও জন্য নির্ধারিত নয়। আমি কী পেলাম, আর পেলাম না এটা বড় বিষয় নয়- টিম জেতানোই বড় বিষয়’ যোগ করেন বিএনপির নীতিনির্ধারক এই নেতা। 


খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার -৪ আসন (উখিয়া -টেকনাফে) জেলা বিএনপির অর্থ সম্পাদক সীমান্ত জনপদের মজলুম জননেতা আলহাজ্ব মোহাম্মদ আব্দুল্লাহ্ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী সহ সমর্থকদের নিয়ে সাধারণ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা লক্ষে তরুণ এই নেতা নির্বাচনকে সামনে রেখে নীরবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব-তারেক রহমান এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক সফল মন্ত্রী জননেতা আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ এর নির্দেশে উখিয়া-টেকনাফ আসনে চমক দেখাতে চাই তরুণ এই প্রার্থী।