টেকনাফে গণ-পাঠাগার সংরক্ষন ও উন্নয়ন কমিটি গঠিত
লেখক-ছৈয়দ করিম রনি
প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১১:১০ সকাল২২ আগস্ট বিকালে লম্বরী আশরাফুল উলুম মাদ্রাসায় প্রতিষ্ঠানের পরিচালক মাও আবদুল হক এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে, টেকনাফ প্রেসক্লাবের সদস্য সচিব মাও. সাইফুল ইসলাম সাইফী বলেন
১৯৮০ সনে স্থাপিত ইসলামী গণপাঠাগারটি অবহেলায় দীর্ঘ কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় আছে। সেমিপাকাঘর, চারপাশে ভাউন্ডারীসহ রকমারীফলজ বাগানে সজ্জিত প্রায় ১৪ শতক জমি রক্ষণাবেক্ষণের অভাবে বেহাত হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে । ১৯৮০ দশকে হাতিয়ার ঘোনা এলাকার মৃত রোশন আলীর পুত্র হাজী অলী আহমদ জমিটি ইসলামী গণপাঠাগারের জন্য জনস্বার্থে দান করে ছিলেন । বিগত প্রায় ৪৫ বৎসর ধরে ইসলামী গণপাঠাগার হিসাবে ব্যবহৃত স্থানটি উন্নয়ন করা অতিব জরুরী।
দ্রুত সংস্কারের মাধ্যমে গণমানুষের কল্যাণে উন্নয়ন করে সাধারন মানুষের জন্য ব্যবহার উপযুক্ত করতে হবে। অন্যথায় জমিটি ব্যক্তি মালিকানা দখলে চলে যেতে পারে।
বৈঠকে মতামতের ভিত্তিতে সবার সম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী পর্ষদ ও ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পর্ষদ গঠন করা হয়েছে।
মুফতি জাফর উল্লাহকে সভাপতি, মাও. আলী আহমদকে সেক্রেটারি ও হাফেজ আবুল হাশেমকে অর্থ সম্পাদক এর দায়িত্ব প্রদান করা হয়।
দেশ বিদেশে অবস্থানরত সবার সাথে যোগাযোগের মাধ্যমে সদস্য অন্তর্ভুক্ত ও অতি দ্রুত সংস্কার কাজ শুরু করবেন।
এলাকার সর্বস্তরের ওলামায়ে কিরাম ও সচেতন শিক্ষিত সমাজ গণপাঠাগারের সদস্য থাকবেন।
উল্লেখ্য : ইসলামী গণপাঠাগারের জমিটি জবরদখল করার জন্য এলাকার কতিপয় দালাল উৎপেতে রয়েছে।##


Social Plugin