উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশন এর উদ্যোগে,, পবিত্র জুমার নামাজের পর জুমাই আগত মুসল্লিদের এনজিও কর্তৃক দেওয়া চারা বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচিতে, উপস্থিত ছিলেন, উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, এবং কক্সবাজার জেলা দায়রাজজ আদালতের এডিশনাল পিপি এড. রেজাউল করিম রেজা আরো উপস্থিত ছিলেন উত্তর পালংখালী আদর্শ সমাজের সর্দার জনাব আব্দু সালাম, উপস্থিত ছিলেন, আবুল বশর সর্দার, আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি, ওসমান গনি
অর্থ সম্পাদক জীবন চৌধুরী
আরো উপস্থিত ছিলেন সিনিয়র- জুনিয়র সকল সদস্য,।
এতে প্রধান অতিথি এড.রেজাউল করিম রেজা বলেন,
বৃক্ষ রোপণ হচ্ছে একটা মহৎ কাজ, এটাকে ইসলামে গুরুত্ব দিয়েছে।।
গাছ রোপণ করাকে সদকা হিসাবে বিবেচিত হয় যদি
তার ফল মুল মানুষ খেয়ে উপকৃত হয়।
তিনি আরো বলেন, ১জনে ১কোটি গাছ লাগানো কঠিন কিন্তু ১কোটি মানুষে ১ কোটি গাছ লাগানো সহজ, কারণ একজনে যদি ১টি করে গাছ রোপন করে। তাই তিনি বলেন বৃক্ষ রোপণ সমাজিক আন্দোলন শুরু করি।
এতে আরো বেশি অক্সিজেন সরবরাহ করা যাবে।
তাই আসুন গাছ লাগাই, সৃষ্টির সেবা করি, পরিবেশ রক্ষা করি।
চলতি মৌসুমে সদ্যমত গাছ লাগাই।।


Social Plugin