Ticker

6/recent/ticker-posts

পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর-ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের


প্রথমবারের মতো পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজ হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। শ্রীলঙ্কায় শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজ হারানোর সপ্তাহ না পেরোতেই নতুন ইতিহাস গড়ল লিটনবাহিনী। ২০ জুলাই দীর্ঘ ৯ বছর পর পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারানোর পর ২২ জুলাই সিরিজ জয়ও নিশ্চিত করেছে বাংলাদেশ।
Ban Vs Pak Wining Moment


তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। জাকের আলীর দৃঢ়তায় সবগুলো উইকেট হারিয়ে দলীয় পুঁজি দাঁড়ায় ১৩৩ রান, মিরপুরের মতো ভেন্যুতে যা মামুলী বিষয় নয় মোটেও। ২৮ রানে ৪ উইকেট হারালে জাকের ও সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসানের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

৪৮ বলে ৫৫ রান করার পথে একটি চার ও পাঁচ-পাঁচটি ছক্কা হাঁকান জাকের। এছাড়া দুটি করে চার-ছক্কায় ২৫ বলে ৩৩ রান করেন মেহেদী। পারভেজ হোসেন ইমন করেন ১৩ রান, আর কেউ যেতে পারেননি দুই অঙ্কে। পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট পান সালমান মির্জা, আহমেদ দানিয়াল ও আব্বাস আফ্রিদি।


জবাব দিতে নেমে পাকিস্তানের টপ অর্ডার ভেঙে পড়ে তাসের ঘরের মতো। স্কোরবোর্ডে ১৫ রান জড়ো করতেই সাজঘরে ফেরেন ৫ ব্যাটার। দলীয় ৫০ রানের মধ্যে আরও দুজন সাজঘরে ফিরলে হুট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ফাহিম আশরাফ। খুশদিল শাহ ১৮ বলে ১৩ রান করে ফিরলেও ফাহিমের ব্যাটে পাকিস্তান হুট করে জয়ের স্বপ্ন দেখতে থাকে।

২৬ বলে ৩৮ রানে অপরাজিত থাকার সময় তানজিম হাসান সাকিবের হাত ফসকালে জীবন পান ফাহিম। শেষ ২ ওভারে সফরকারীদের প্রয়োজন ছিল ২৮ রান। আহমেদ দানিয়ালও তখন চড়াও হন। রিশাদের করা সেই ওভার থেকে আসে ১৫ রান। ওভারের শেষ বলে বোল্ড হন ফাহিম, ৩২ বলে ৫১ রান করে।

শেষ ওভারের প্রথম বলেই চার হাঁকান দানিয়াল। তবে পরের বলে ছক্কা হাঁকাতে গিয়ে তালুবন্দী হন বাউন্ডারি লাইনে। ৮ রানের জয়ে সিরিজ জিতে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম তিনটি এবং শেখ মেহেদী ও তানজিম সাকিব দুটি করে উইকেট পান।