Ticker

6/recent/ticker-posts

হোয়াইক্যং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কিশোর গ্যাং এর অপতৎপরতা বেড়েছে। রাতে নিয়ন্ত্রণ নেয় সীমান্ত এলাকার।

 হোয়াইক্যং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কিশোর গ্যাং এর অপতৎপরতা বেড়েছে। রাতে নিয়ন্ত্রণ নেয় সীমান্ত এলাকার। 



বিশেষ প্রতিবেদক: 

 জানা যায়, উক্ত কিশোর গ্যাং এর নেতাতোশান পিতা: রুহুল আমিন। 


বিগত ফ্যাসিস্ট সরকারে আমলে পিতা আওয়ামীলীগ করার সুযোগে হোয়াইক্যং সীমান্তে মাদক কারবার, চাঁদাবাজি, চুরি, ডাকাতি এমনকি হত্যার মতো সহিংস ঘটনার মাস্টার মাইন্ড তোশান গং। চলাফেরায় যেন রাজকীয় ভাব। সময়ে মোটর বাইক,সময়ে প্রাইভেট নামি-দামি গাড়ি ব্যবহার করতে দেখা যায়। অল্প বয়সে বিপুল অর্থের মালিক তোশান।


তোশানের জেটা ভূমি দস্যু আব্দুল বাচেত আওয়ামী ডেভিল গত ২৪ জুলাই হোয়াইক্যং পুলিশ গ্রেফতার করে কোর্টে প্রেরণ করে।

জানা যায়, উক্ত তোশান তার গ্যাং নিয়ে দীর্ঘ দিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। তার পিতা ফ্যাসিবাদের দোসর

রুহুল আমিন তার ছেলে কে দিয়ে হোয়াইক্যং সীমান্তের চোরাচালান নিয়ন্ত্রণ করে। তার দুলাভাইয়ের বিলাসবহুল গাড়ি নিয়ে মাদক ভর্তি করে কক্সবাজার, চট্টগ্রামে সাপ্লাই দেয়। মাদকের সব কাজে উক্ত গাড়ি ব্যবহার করে তুশান।

তাকে আইনের আওতায় আনা গেলে উদ্ধার হবে অস্ত্র ও ইয়াবার চালান।

তবে তোশান মাদকের সাথে জড়িত নয় বলে দাবী করেন।