গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লোহাগড়ায় সাংবাদিকদের মানববন্ধন।
মো: জাহেদ আলম (সাগর) উখিয়া প্রতিনিধি
ঢাকার গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লোহাগড়া প্রেস ক্লাবের উদ্যোগে লোহাগড়া উপজেলার গেটের সামনে ঢাকা-বেনাপোল মহাসড়কের পাশে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
রবিবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে লোহাগড়া প্রেস ক্লাবের আহব্বায়ক সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সদস্যসচিব শিমুল হাসানের সঞ্চালনায় এ কর্সূচিতে বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান সিনিয়র সাংবাদিক রুপক মুখার্জি,মারুফ সামদানি, সরদার রইচ উদ্দিন টিপু, মোঃ রিজাউল ইসলাম,ওবায়দুর রহমান, ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন সাংবাদিক রাষ্ট্রের দর্পন বলে খ্যাত।কিন্তু কোথায় মুল্যায়ন কোথায় নিরাপত্তা? রাষ্ট্রের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাংবাদিকরা সত্য চিত্র তুলে ধরলে তাদের নানা ধরনের হুমকি ও প্রাননাশের হুমকি পর্যন্ত হয়। সরকারের কাছে আমাদের দাবী সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।দ্রুত তুহিন হত্যার বিচার করে দেশ ও জাতিকে নিশ্চিত করতে হবে।


Social Plugin