Ticker

6/recent/ticker-posts

জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বাংলাদেশ দেশবাসীর কাছে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে"

এ গণ জোয়ারের সামনে দাঁড়িয়ে দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবেনা ইনশাআল্লাহ…আনোয়ারী

লেখক: ছৈয়দ করিম রনি, টেকনাফ

কক্সবাজারের টেকনাফে জামায়াতে ইসলামীর উদ্যোগে ২৪ এর গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকাল তিন টায় টেকনাফ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাস স্টেশনে এক সমাবেশে মিলিত হয়। কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর নেতৃত্বে মিছিলটি স্মরণকালের বৃহৎ গণমিছিলে রূপ নেয়।

বাস স্টেশন চত্বরে মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, আজকে উখিয়া টেকনাফ সহ সারাদেশে জামায়াতে ইসলামীর পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সে জোয়ারের সামনে দাঁড়িয়ে দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবেনা ইনশাআল্লাহ। কারো চোখ রাঙানি, হুমকি জামায়াতে ইসলামীর এ গণজোয়ারকে থামাতে পারবেনা। আজকে আমাদের নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ নতুন মোড়কে ফিরে আসার চেষ্টা করছে। ২৪ এর লাল জুলাই আমাদের শিক্ষা দিয়েছে যেকোন ফ্যাসিবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াতে হবে।
সমাবেশে টেকনাফের গণমানুষের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের জন্মভূমি এই টেকনাফের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে সবাইকে সাথে নিয়ে একটি নিরাপদ টেকনাফ আমরা গড়তে চাই, যে টেকনাফে ফ্যাসিবাদ থাকবেনা, চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবেনা, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এবং ব্যবসায়িক সিন্ডিকেট থাকবেনা। আমরা এমন একটি উখিয়া ও টেকনাফ গড়তে চাই যেখানে কোন মানুষ বেকার থাকবেনা, সবাই নিরাপদে বসবাস করতে পারবে। এমন একটি টেকনাফ গড়তে হলে নতুন নেতৃত্বের প্রয়োজন হবে। গত ৫৩ বছর এদেশের মানুষকে যারা নেতৃত্ব দিয়েছিল তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করলেও, উখিয়া-টেকনাফের আপামর মানুষের ভাগ্য পরিবর্ত করতে পারেননি। তাই আমরা আপনাদের সাথে নিয়ে আগামীর সম্ভাবনার উখিয়া-টেকনাফ গঠন করার জন্য ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধ গণজোয়ার সৃষ্টি করবো ইনশাআল্লাহ।
মিছিলোত্তর সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহেদুল ইসলাম, সমাজকল্যাণ সেক্রেটারী অধ্যক্ষ নুরুল হোসাইন ছিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল্লাহ, জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহিম নুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ফোরকান আহমদ, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী সরওয়ার কামাল সিকদার, উপজেলা সাংগঠনিক সেক্রেটারী মাওলানা মুহাম্মদ ইবরাহিম, টেকনাফ পৌর জামায়াতের সভাপতি মু. রবিউল আলম, পৌর জামায়াতের সহসভাপতি ও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তারেক রহমান, জামায়াত নেতা এডভোকেট আব্দুল আমিন, সদর ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।