Ticker

6/recent/ticker-posts

টেকনাফ বাহারছড়ায় পেয়ারা গাছের ডাল হতে যুবকের ঝুলন্ত মৃ*ত*দেহ উদ্ধার:

টেকনাফ বাহারছড়ায় পেয়ারা গাছের ডাল হতে যুবকের ঝুলন্ত মৃ*ত*দেহ উদ্ধার:

 ছৈয়দ করিম রনি






জনপদ টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ায় সুপারী বাগানের ভেতরে থাকা পেয়ারা গাছের ডালে ঝুলানো যুবকের মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।স্থানীয় সুত্রে জানা যায়,১৫জানুয়ারী সকালে উপজেলার বাহারছড়া শামলাপুর পশ্চিম পাড়া এলাকায় নুর নাহার নামে এক মহিলা সুপারী কুড়াতে গিয়েই মৃত রশিদ আহমেদের পুত্র মোহাম্মদ রাশেদ ওরফে নুর (২০) নামে এক যুবকের পেয়ারা গাছের ঢালে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি দেখতে পেলে হৈ ছৈ করে তার আত্মীয়-স্বজনদের খবর দেয়। পরে তার আত্মীয়রা ঘটনাস্থলে এসে বাহারছড়া তদন্ত তদন্ত কেন্দ্রের পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে রশি কেটে মৃতদেহটি উদ্ধার করে। এসময় তার শরীরে পোশাক, হাতের ঘড়ি, পকেটে ম্যানিব্যাগ ও মোবাইল ফোনসহ সবকিছুই ঠিক পাওয়া যায়।


এদিকে উপরে গাছের যে শাখার সাথে যে রশি বাঁধা হয়েছে তার দূরত্বের সাথে নিচে মাটির দূরত্ব একেবারেই সমান এবং নিচে গড়াগড়ির আলামত দেখা যায়নি। এতে করে রহস্যের গন্ধ খুঁজে অনেকে। পায়ের জুতা, গাঁয়ের পোশাক এবং জিহ্বা সামান্য কামড়ানো থাকলেও সব কিছুই মুলত স্বাভাবিক। এমন অবস্থা দেখে সবাই অস্বাভাবিক মৃত্যু বলে ধারণা করেন।
প্রতিবেশীদের অনেকে বলেন,গভীর রাতে এই রাস্তা দিয়ে সিএনজির শব্দ শুনতে পায়। এতেই রহস্যময় গন্ধ পাওয়া যাচ্ছে বলে অনেকের ধারণা। নিহতের বড় ভাবি সালমা খাতুন জানান,এই ঘটনার সঠিক তদন্ত দরকার। এটাকে স্বাভাবিক মৃত্যু বলে মনে হয় না। সে অনেক শান্ত ছেলে আত্মহত্যার করার প্রশ্নই উঠেনা। যারা এই কাজ করছে আল্লাহ যেন তাদের বিচার করুক বলে সৃষ্টিকর্তার কাছে বিচারের প্রার্থনা করেন।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন কুমার সাহা স্থানীয় সাংবাদিকদের জানান,লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ফাঁসি বলে ধারণা করা হয়। তার শরীরে বড় ধরনের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ সুরতহাল করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং নিহতের মা-ভাইকে আইনী পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। ###