Ticker

6/recent/ticker-posts

সেন্টমার্টিন সাগরে ভেসে এলো হাত-পা বাধা অজ্ঞাত ব্যক্তির মরদেহ

সেন্টমার্টিন সাগরে ভেসে এলো হাত-পা বাধা অজ্ঞাত ব্যক্তির মরদেহ


নোমান হাশেমী-টেকনাফ।

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন সাগরে হাত-পা বাধা অবস্থায় জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।


জানা যায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে সেন্টমার্টিন উত্তর পাড়া কবরস্থান সংলগ্ন সাগর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। 


টেকনাফ মডেল থানার ওসি তদন্ত হিমেল বড়ুয়া বলেন, ১৯ ডিসেম্বর সকালে সেন্টমার্টিন উত্তর পাড়া কবরস্থান সংলগ্ন সাগর পাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশের পরনে ছিল জিন্স প্যান্ট ও শরীরে গেঞ্জি এবং রশি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি কক্সবাজার সদর হাসপাতাল‌ মর্গে পাঠানো হয়েছে।


পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওসি হিমেল বড়ুয়া।


দ্বীপের স্থানীয় বাসিন্দা আকতার কামাল বলেন, সকালের সেন্টমার্টিন উত্তরপাড়া কবরস্থান সংলগ্ন সাগর পাড় থেকে একটি অজ্ঞাত পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করেছে এমন সংবাদ শুনেছি। পরবর্তীতে লাশটি পুলিশ উদ্ধার করে টেকনাফ পাঠানো হয়েছে। তিনি সেন্টমার্টিনের বাসিন্দা নন বলে জানান।