হ্নীলার প্রবীণ শিক্ষক অধ্যাপক আবদুল খালেক মারা গেছেন
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়া পাড়া নিবাসী মরহুম মকতুল হোসেনের দ্বিতীয় সন্তান ,অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আবদুল খালেক শনিবার সকাল আটটার দিকে নাটমোড়া পাড়া নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ৷ ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহী রাজিউন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর ৷ তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে, অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুনগ্রাহী রেখে গেছেন ৷ মরহুম খালেক দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভোগছিলেন ৷
অধ্যাপক আবদুল খালেক (রাষ্ট্রবিজ্ঞান) চাকুরী জীবনে রঙ্গিখালী ফাজিল ডিগ্রি মাদরাসা, হ্নীলা জামেয়া ইসলামিয়া দারুচ্ছুন্নাহ ও হ্নীলা শাহ মজিদিয়া আলিম মাদরাসায় শিক্ষকতা শেষ করে অবসর গ্রহন করেছেন ৷
আজ ২১ ডিসেম্বর শনিবার বাদ আছর হ্নীলা নাটমোড়া পাড়া (হ্নীলা ইউনিয়ন পরিষদের পশ্চিমের) কবরস্থানে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তার পরিবার।


Social Plugin